একনজরে ভূমি তথ্য
অফিস সম্পর্কিত
উপজেলা ভূমি অফিস, ভাণ্ডারিয়া, অফিসটি বর্তমানে উপজেলা পরিষদ থেকে প্রায় ০১ (এক) কিলোমিটার দূরে ভাণ্ডারিয়া সিনামা হলের পূর্ব পাশে এবং ভান্ডারিয়া কেন্দ্রিয় শহীদ মিনানের পশ্চিম দিকে নিজস্ব ভবনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ অফিস থেকে ভূমির নামজারি-জমা-খারিজ-জমাএকত্রীকরণ (Mutation), কৃষি ও অকৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান, জলাশয় ও হাট-বাজার ব্যবস্থাপনা, সরকারি খাস ভূমির রক্ষণাবেক্ষণ, ভূমি উন্নয়ন কর আদায়সহ ভূমি বিষয়ক যাবতীয় ব্যবস্থাপকীয় ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়।অনলাইনে ভূমির নামজারি-জমা-খারিজ-জমাএকত্রীকরণ (e mutation) সেবা প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS